
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:৩৬ এএম
আরো পড়ুন
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩২ এএম

ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে একটি ফেরি আটকা পড়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে একটি ফেরি আটকা পড়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।