পটুয়াখালীতে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১০:২৩ এএম


ছবি: ভোরের কাগজ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) প্রেস কাউন্সিলের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি সিকদার জাবির হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বরেণ্য সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা কিশোর সরকার।
এসময় সাংবাদিকতার নিতিমালা, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ শীর্ষক বিষয়ে জেলার পঞ্চাশ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।