গোয়ালন্দ যৌন পল্লীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৫:৪৪ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এডিশানাল আইজি হাবিবুর রহমানের সহযোগিতায় রাজবাড়ী গোয়ালন্দ যৌনপল্লীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমান, বিশেষ অতিথি গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান তানিয়া হক শোভা, মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ীর সাবেক জেলা কমান্ডার আবুল হোসেন প্রমুখ।
[caption id="attachment_399424" align="alignnone" width="1280"]
১৫ জন চিকিসক পাঁচশতের অধিক নারীকে চিকিৎসা সেবা দিয়েছেন এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া গরীব-দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তানিয়া হক শোভা বলেন, করোনাকালে বিনামূল্যে ভ্যাক্সিন দিয়ে জননেত্রী শেখ হাসিনা বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছেন।
পুলিশ সুপার এই উদ্যোগের জন্য উত্তরণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।