গুপ্তধন ভেবে লুকিয়ে রাখা মর্টার শেল উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৪:১৩ পিএম

ছবি: ভোরের কাগজ
বাড়ির আঙ্গিনায় একটি টিলা সমান করতে গিয়ে মাটি কাটতে যান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চানপুর গ্রামের আবু মিয়া নামের এক কৃষক। কিছু মাটি কাটতেই মিলল সোনালী আকারের একটি শক্ত ধাতব বস্তু। চিক চিক করায় ভেবে বসলেন হয়তো গুপ্তধন। দেরি না করে কৃষক আবু মিয়া সেই গুপ্তধন নিয়ে রাখেন টিলার পাশের ডোবায়।
গুপ্তধনের কথা কি আর লুকিয়ে রাখা যায়। এই কান সেই কান খবর গিয়ে পৌঁছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের কানে। শনিবার (২১ জানুয়ারি) বিকালে চেয়ারম্যান শাহজাহান চানপুর গ্রামের লোকজন নিয়ে সেই ধাতব বস্তু ডোবা থেকে তুলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ।
পুলিশ জানায়, ধাতব বস্তুটি একটি মর্টার শেল। ধারণা করা হচ্ছে এটি স্বাধীনতা যুদ্ধের সময়ে এখান এসে পড়েছিল।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা ধাতব বস্তুটি একটি মর্টার শেল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার প্রক্রিয়ার কাজ শুরু করেছে।