শ্রীনগরে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৯:৪২ পিএম

ছবি: ভোরের কাগজ
শ্রীনগরে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার সকাল ১০টার দিকে শ্রীনগর থানা পুলিশের সহায়তায় উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের একতাপাড়া থেকে মাদক ব্যবসায়ী কামালকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এজাহার সূত্র জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শ্যামসিদ্ধি এলাকার একতাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এসময় তারা ওই এলাকার আব্দুল মালেক শেখের ছেলে কামালের বসত ঘরে তল্লাশী পলিথিনের মোড়ানো পাঁচটি গাঁজার প্যাকেট উদ্ধার করে। পরে এগুলো ওজন করে দেখা যায় প্রতিটি প্যাকেটে দুই কেজি করে ১০ কেজি গাঁজা রয়েছে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫১ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলার জন্য এজাহার দায়ের করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীনগর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিকে আগামীকাল সোমবার সকালে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।