গোমস্তাপুরে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

ছবি: ভোরের কাগজ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০-২১ মানবতার সেবায় রহনপুর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কম্বল ও গরম পোষাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় রহনপুর ডাক বাংলা প্রাঙ্গণে ১০০ জন সুবিধা বঞ্চিত অসহায় শীর্তাতদের মাঝে এ কম্বল ও পোষাক বিতরণ করা হয়।
রহনপুর পৌর সভার ৫ নং ওয়ার্ল্ডে কাউন্সিল মানবতার সেবায় রহনপুর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক, মানবতার সেবায় রহনপুর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম খাঁন প্রমুখ।