পাথরঘাটায় ২টি হরিণের চামড়া উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৬:২০ পিএম

ছবি: ভোরের কাগজ
পাথরঘাটা কোস্টগার্ডের অভিযানে পাচারকালে ২টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে । তবে এঘটনায় কাউকে আটক কর সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে সদর ইউনিয়নের হরিণঘাটা জঙ্গল সংলগ্ন চরলাঠিমারা এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড ।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, হরিণঘাটা খাল হয়ে একটি বস্তায় কিছু অবৈধ দ্রব্য নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় তারা। এসময় ওই বস্তায় দুটি চিত্রল হরিণের চামড়া পাওয়া যায়। তবে ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।
পরে জব্দকৃত হরিণের চামড়া দুটি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বল জানিয়েছেন ওই স্টেশন কর্মকর্তা।