এক ঘণ্টা পর ঢাকামুখী ট্রেন চলাচল শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০১:৫০ পিএম

ছবি: সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকায় ঢাকা-সিলেট রেললাইনে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হবার ঘটনায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পরে ১১ টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুবাইল রেলওয়ে স্টেশনমাস্টার রাকিবুল ইসলাম।
স্টেশনমাস্টার রাকিবুল জানান, বিকল হয়ে যাওয়া ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেয়ার জন্য বেলা ১১টায় ঢাকা থেকে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেনটি টঙ্গী স্টেশন নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।পুবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে এগারোসিন্ধুর ট্রেনটি আজ সকালে ভৈরব-টঙ্গী হয়ে ঢাকায় যাচ্ছিল। যাওয়ার পথে ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটি মাজুখান ও পুবাইলের মাঝামাঝি তালোটিয়া এলাকায় এসে থেমে যায়। এতে সকাল ১০টা থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে পাশের আরেকটি লাইন দিয়ে সিলেট বা কিশোরগঞ্জের ট্রেন চলাচল করে।