হবিগঞ্জে নৌপুলিশের কনস্টেবল খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৩:০৮ পিএম

পুলিশ পিটিয়ে হত্যার ঘটনায় আটক পুলক দাস। ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচং মার্কুলী নৌপুলিশ ফাঁড়ির কনস্টেবল জাহাঙ্গীর আলম (৪১) খুন হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় মার্কুলী বাজারে পলক দাস (২৮) নামে এক ব্যক্তির হামলার শিকার হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ১২টায় মারা গেছেন তিনি।
পলক দাস বানিয়াচং থানা পুলিশের হেফাজতে রয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীর লাল দাসের ছেলে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সোমবার রাত ৯টায় মার্কুলী বাজারে কেনাকাটার জন্য রুহেল ভ্যারাইটিজ স্টোরে কনস্টেবল জাহাঙ্গীর আলম গেলে পলক দাস নামে এক ব্যক্তির হামলার শিকার হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় জনতা পলক দাসকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।