মান্দায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

ছবি: ভোরের কাগজ
নওগাঁর মান্দায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ৩টি ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়৷
আন্তর্জাতিক দাতা সংস্থা হেক্স-ইপারের আর্থিক সহায়তায় উপজেলার ১নং ভারশোঁ, ৮নং কুসুম্বা ও ১১নং কালিকাপুর ইউনিয়নে ১ হাজার ৬ শত ৯৫ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা কামরুল আরেফিন, ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, কুসুম্বা ইউনিয়ন পরিষদের নওফেল আলী মণ্ডল, কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু, ডাসকো ফাউন্ডেশন এর প্রতিনিধি কামাল বারুদ, ফজলুল করিম, আনোয়ার হোসেন, আনিকা তাবাসসুম, অরিক চক্রবর্তী প্রমুখ।