×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ফের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

ছবি: সংগৃহীত

   

ফের সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীরা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ সভা করে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেন। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান সমিতির নেতারা।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের অপসারণ এবং জেলা জজ নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আদালত বর্জন করেছিলেন আইনজীবীরা। প্রথমে সকল আদালত বর্জন করলেও পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালত বর্জন অব্যাহত রেখে শর্তসাপেক্ষে বাকি আদালতগুলোর কার্যক্রমে অংশ নেন আইনজীবীরা। ৭ ফেব্রুয়ারির মধ্যে আইনজীবীদের দাবি পূরণ না হলে আবারও সকল আদালত বর্জনের কর্মসূচি নেয়ার কথা জানিয়েছিল জেলা আইনজীবী সমিতি। তারই ধারাবাহিকতায় আজ ফের সকল আদালত বর্জনের কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঁইয়া বলেন, সাধারণ সভায় উপস্থিত সকল আইনজীবীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়ছে। আমাদের দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আগেই জানানো হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সভা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App