কুতুবদিয়ায় আলিমে পাশ শতভাগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
কক্সবাজারের কুতুবদিয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদরাসা বোর্ডের অধিনে আলিম শ্রেণিতে শতভাগ পাশ করেছে শিক্ষার্থীরা। জিপিএ-৫ পেয়েছে ৭ জন পরীক্ষার্থী।
মাদরাসা অধ্যক্ষ মো. নুরুল আলম জানান, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ওই প্রতিষ্ঠানের ৫০ জন পরীক্ষার্থীর মাঝে ৭ জন জিপিএ-৫ সহ পাশ করেছে সবাই। একই কেন্দ্রে ধুরুং ছমদিয়া আলিম মাদরাসার ১৫ জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে।
অপরদিকে, এইচএসসিতে কুতুবদিয়া সরকারি কলেজের ৪৬৮ জন পরীক্ষার্থীর মাঝে ২৬ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৪৫২ জন। পাশের হার ৯৬.৫৮। কুতুবদিয়া মহিলা কলেজের ৭৫ জনে পাশ করেছে ৬৬ জন। পাশের হার ৮৮.০০। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮৫ জনে পাশ করেছে ৬৭ জন। পাশের হার ৭৮.৮২
এছাড়া কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৮৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭ জন জিপিএ-৫ সহ উত্তীর্ণ হয়েছে ৮৩ জন শিক্ষার্থী। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থী ও শিক্ষকগণ সন্তোষ প্রকাশ করেছেন।