দেশের প্রথম পোস্ট অফিস পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম

ছবি: ভোরের কাগজ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দর পরিদর্শন শেষে রৌমারীর ব্রহ্মপুত্র নদের ফলুয়ারচর নৌকা ঘাটে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহীদ মিনার চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মহান স্বাধীনতা যুদ্ধের নানা কথা শুনেন তিনি। এ সময় বীর মুক্তিযোদ্ধারা মুখ্য সচিবের কাছে রৌমারীকে রাষ্ট্রীয়ভাবে মুক্তাঞ্চল ঘোষণা ও রৌমারীকে জেলার করার দাবি জানান। এর পর স্বাধীনতা যুদ্ধের মুক্তাঞ্চল রৌমারীতে বাংলাদেশের প্রথম পোস্ট অফিস পরিদর্শন করেন। এরপর রৌমারীর ডাক বাংলায় এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত মতবিনিময় সভায় বক্তারা স্থায়ীভাবে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান, রৌমারীকে জেলা ঘোষণার, জামালপুর থেকে রৌমারী পর্যন্ত রেল লাইন স্থাপনসহ নানা কাজের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম সারোয়ার রাব্বী, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, ওয়াদুদ মন্ডল, আজিজুর রহমান, রাজিবপুর উপজেলা আ‘লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা প্রমুখ।