কেশবপুরে মুনসুর হত্যাকারীদের ফাঁসি দাবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩২ পিএম

ছবি: ভোরের কাগজ
যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের কৃষক মুনসুর আলী শেখ (৬৫) এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে লাশ নিয়ে কেশবপুর প্রেস ক্লাবের সামনে এলাকাবাসী মানববন্ধন করেছে। এর আগে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনি শনিবার নিহত হন।
মানববন্ধনে হাবিবুর রহমান, নিহত মুনসুর আলীর মেয়ে ফতেমা বেগম, আব্দুল মালেক ও আরিফুর ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের সুত্র ধরে পরিকল্পিতভাবে মুনসুর আলী শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে।তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। হত্যার ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। (মামলা নাম্বার-৩)।
মামলা সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার আলতাপোল গ্রামের মৃত গোলাম শেখের ছেলে মুনসুর আলী শেখ (৬৫) এর পৈত্রিক বসতবাড়ির জমি নিয়ে একই গ্রামের এ.কে আজাদ ইকতিয়ারের (৫০) সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে ১১ ফেব্রুয়ারি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় মুনসুর আলী শেখ গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল মুনসুর আলী মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মামলার পর কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক জয় ব্যনার্জী, তৌহিদুর রহমান ও আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ.কে আজাদ ইকতিয়ারকে পৌর শহরের টিএনটি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরবর্তীতে হামলায় আহত মুনসুর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ মামলার আসামি ইশতিয়ার নামে এক ব্যক্তিতে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।