×

সারাদেশ

আনোয়ারায় ফল বিক্রেতাকে কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৪:১৫ পিএম

আনোয়ারায় ফল বিক্রেতাকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

   

চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবনে বাধা দেয়ায় মোহাম্মদ সোহেল (৩০) নামের এক ফল বিক্রেতাকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় গত বুধবার (১ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা হয়েছে।

এর আগে গত সোমবার রাতে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহেল উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হামলার শিকার সোহেল চট্টগ্রাম শহরে ভ্রাম্যমান মৌসুমী ফল বিক্রি করে সংসার চালান। তিনি এলাকায় মাদক সেবনকারী ও বখাটেদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। এর জের ধরে গত সোমবার রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ভরাচর বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে ওৎপেতে থাকা দুষ্কৃতিকারীরা সোহেলের ওপর হামলে পড়ে ধারালো কিরিচ দিয়ে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে সোহেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পরবর্তীতে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। এ ঘটনায় সোহেলের বড়ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে গত বুধবার আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বরুমচড়া ভরাচর এলাকার কামাল উদ্দিনের ছেলে মঞ্জুরুল আলম (৩২), মফজল আহমদের ছেলে রেজাউল করিম (২৯), সৈয়দ আহমদের ছেলে ইকবাল হোসেন (৩৩), আহমদ নবীর ছেলে নেজাম উদ্দিন (২৯) ও জামাল হোসেনের ছেলে মো. মনছুর (৩১)।

মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক সেবনকারী ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আমার ছোটভাই সোহেল বিভিন্ন সময় তাদের কুকর্মে বাধা দেয়ায় হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শাহিদ হোসাইন বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App