আমরা নতুন করে একটি যুদ্ধ শুরু করলাম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৭:৫৬ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প একটি ব্যতিক্রম স্বপ্নতারিত অনুষ্ঠান। আমরা নতুন করে একটি যুদ্ধ শুরু করলাম, শিক্ষার যুদ্ধ।
শনিবার (৪ মার্চ) দুপুরে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শেষ দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব সব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। তাই শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি।
[caption id="attachment_411519" align="alignnone" width="1256"]
ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে অনুষ্ঠিত ওই শিক্ষক ক্যাম্পে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী, ইটাখোলা বি এম কলেজের অধ্যক্ষ জি এম কিবরিয়া, আটি দাশড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন রতন ও হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবর রহমান প্রমুখ।
ওই শিক্ষক ক্যাম্পে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর তিন উপজেলার ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার ২০০ জন শিক্ষক অংশ নেন।