গোবিন্দগঞ্জবাসী অন্যায় অবিচার মেনে নেবে না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৯:৫০ পিএম

ছবি: ভোরের কাগজ
‘গোবিন্দগঞ্জবাসী অন্যায় অবিচার মেনে নেবে না’ অবৈধ অধ্যক্ষ সুজাত আলী রফিককে কলেজ থেকে অনতিবিলম্বে অব্যাহতি দিতে হবে। সূবর্ণজয়ন্তী উৎসব ঘিরে অনিয়ম দূর্নীতির হিসেবসহ এলাকাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় বক্তারা কলেজের শিক্ষার্থী রেজাউল করিমকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করায় সঠিক বিচার করতে হবে।
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজে সুবর্ণজয়ন্তী ও পূর্নর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্র করে অনিয়ম-দুর্নীতি নিয়ে সৃষ্ট অধ্যক্ষ সুজাত আলী রফিকের পদত্যাগ দাবিতে গোবিন্দগঞ্জবাসী ও ছাত্রসমাজের উদ্যোগে মতবিনিময় সভায় বক্তারা মুহিবুর রহমান মানিক এমপির কাছে ন্যায্য বিচার দাবি করে এসব কথা বলেন।
শনিবার (১১মার্চ) বিকেলে সুহিতপুর গ্রামের আওলাদ আলী রেজার বাসভবনে অনুষ্ঠিত সভায় যুবনেতা ছায়েদ আহমেদের পরিচালনায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, অলিউর রহমান চৌধুরী বকুল, আওলাদ আলী রেজা, মাষ্টার মাফিজ আলী, আখলাকুর রহমান, ওবায়দুর রউফ বাবলু, আব্দুস শহিদ মুহিত, নূর আলম মেম্বার, আরশ আলী, আলম মিয়া, পীর মতিন মিয়া, আব্দুল লতিফ, ওসমান গণি, আলতাব আলী, সিরাজ মিয়া, নুরুল হক, রইছ আলী, আরশ আলী, সাবেক ছাত্রনেতা আব্দুল গফফার, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান ডালিম, দিনুল ইসলাম শ্যামল, পাবেল আহমদ।
বক্তারা আরো বলেন, আগামী ১৫ মার্চে ৫ সদস্যের আইনজীবি কমিটির সিদ্ধান্ত যদি আমাদের দাবি মোতাবেক না হয়। তবে আরো পরিস্থিতি আরো গোলাটে হবে।
সভার শুরুতেই কোরআন থেকে তিলায়াত করেন নিয়াজ উদ্দিন আহমদ। সভায় গোবিন্দগঞ্জের বিভিন্ন গ্রামের মুরব্বিয়ানেরা উপস্থিত ছিলেন।