মাগুরায় ভারতীয় নারী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১২:৪০ এএম

ছবি: ভোরের কাগজ
মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সবিতা রানী বিশ্বাস নামের এক ভারতীয় নারী কে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ মার্চ) দুপুরে পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়েছে।
পাসপোর্ট অফিস সূত্র জানিয়েছে, রবিবার সকালে পাসপোর্ট করার জন্য সবিতা রানী নামের এক মহিলা আবেদনের সঙ্গে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শিরিশ চন্দ্র বিশ্বাসের মেয়ে হিসেবে জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সনদ উপস্থাপন করেন। কাগজপত্র যাচাই-বাছাইকালে সবিতা রানীর কাগজপত্রের সঙ্গে ভারত সরকারের দেয়া ‘আধার কার্ড’ পাওয়া যায়। এতে অফিস কতৃপক্ষ জানতে পারে সবিতা রানী ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাটবাহির গাছি গ্রামের অধীর ঘোষের স্ত্রী। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়।
মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নুপুর বলেন, সবিতা রানী ভারতীয় নাগরিক হওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, একই ব্যক্তির কাছে উভয় দেশের নাগরিকত্বের পরিচয়বাহী কাগজপত্র থাকতে পারেনা। এ এবিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।