বনাঞ্চলে গাছ-মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৮:০৩ পিএম

ছবি: ভোরের কাগজ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের নিলক্ষীরচর এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চলে গাছ ও মাটি কাটার অভিযোগে ওয়াসিম আকরাম রিজভী নামে এক ঠিকাদারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় নিলক্ষীরচর থেকে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
ওয়াসিম আকরাম রিজভী (২২) উপজেলার ইছাখালী ইউনিয়নের দক্ষিণ মিয়াগ্রামের নুরুল মোস্তফার ছেলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, ওয়াসিম আকরাম রিজভী তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না মর্মে অঙ্গীকারনামা প্রদান করেছেন। তিনি নগদ ৫ লাখ টাকা জরিমানা প্রদান করেন। মোবাইল কোর্ট চলাকালীন সময়ে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বেঁড়িবাধের পাশে অনুমোদন ব্যতীত দোকানঘর এবং আবাসিক স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।