দেওয়ানগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার, প্রাক্তন স্ত্রী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১২:৪৮ পিএম

ফাইল ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে ফেরদৌস হাসান ( ৩৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রাক্তন স্ত্রী মিষ্টিকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে গামারিয়া এলাকায় ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেরদৌস উপজেলার দেওয়ানগঞ্জ ইউনিয়নের গামারিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রবিবার রাতে বাড়ি থেকে দোকানে ঘুমাতে যায় ফেরদৌস। পরদিন সকালে ওই ব্যবসায়ীকে দোকানে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্ত্রী নাজমা বেগম। তাকে কোথায় না পেয়ে মডেল থানায় ডায়রি করেন তার স্ত্রী। বুধবার সকালে গামারিয়া এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক স্ত্রী মিষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক স্ত্রী মিষ্টিকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।