সরিষাবাড়ীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৪:৩৭ পিএম

ছবি: ভোরের কাগজ
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের প্রায় ১৭ ঘন্টা পর অটোরিকশা চালক স্বাধীন মিয়ার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন যমুনার শাখা নদী থেকে স্বাধীন মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বাধীন মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের জলিল খাঁর ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বাধীন ৬ বছর ধরে ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে হয় স্বাধীন। রাত হলেও বাড়িতে না ফেরায় ও তার ব্যবহৃত মোবাইলে ফোন বন্ধ পাওয়ায় খুঁজতে বের হয় পরিবারের লোকজন। বুধবার সকালে পথচারীরা বয়ড়া ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। অজ্ঞাত যুবকের লাশ পাওয়ার কথা শুনে পরিবারের লোকজন এসে স্বাধীনের লাশ নিশ্চিত করে।
এ ঘটনায় দুপুরে জেলার সদর সার্কেল এএসপি জাকির হোসেন সুমন ও সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মুহাম্মদ মহাব্বত কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারিনি।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।