ঝিকরগাছায় ভুয়া ডাক্তারের ১ লক্ষ টাকা জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৫:১৪ পিএম

ছবি: আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর)
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ বাজারের ভুয়া চিকিৎসক সাধন কুমার দাসকে ১ লক্ষ টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) দুপুরে এই অভিযান চালানো হয়।
জানা গেছে ভুয়া ডাক্তার দীর্ঘদিন যাবত মিথ্যা ডিগ্রি ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। সেকারণে যশোর জেলার সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাসের নির্দেশে উষা হোমিও হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে রোগীদের চিকিৎসা প্রদানরত অবস্থায় দেখতে পাওয়া যায়। তার দোকানে অসংখ্য অবৈধ বিদেশি ওষুধ পাওয়া যায়, এবং সে কোন বৈধ সার্টিফিকেট দেখাতে পারেনি। ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার নামে জনগণের সাথে প্রতারণা করার জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল এ্যাক্ট ২০১০ এর ধারা ২৮ ও ২৯ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং দোকানে সিল গালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদ, হেলথ ইন্সপেক্টর ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মোক্তার হোসেন এবং শিওরদাহ ফারির ইনচার্জসহ পুলিশ সদস্য।