ধনু নদীতে নির্মিত ফেরিঘাটের উদ্বোধন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৭:৩৮ পিএম

ছবি: ম. শফিকুল ইসলাম, নেত্রকোণা
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার রসুলপুরে ধনু নদীতে সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে ৮৯ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ফেরিঘাটের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে নবনির্মিত এই ফেরিঘাটের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান, উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বানী জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম প্রমুখ।
আলোচ্য অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অংশ হিসেবে ‘স্মার্ট নেত্রকোণার ভিশন নিয়ে আগত অতিথিদের অবহিত করেন জেলা প্রশাসক।