বাউফলে দশম শ্রেণির দুই ছাত্র খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৯:১৯ পিএম

ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের মারুফ (১৫) ও নাফিস (১৫) নামের দশম শ্রেণির দুই শিক্ষার্থী কিশোর গাংয়ের হাতে খুন হয়েছে।
বুধবার (২২ মার্চ) বিকাল ৪ টার দিকে ইন্দুকুল সিকদার বাড়ির পাশে পাঙ্গাশিয়া ব্রিজের দক্ষিণ পাশে ওই ঘটনা ঘটেছে। মারুফ ইন্দ্রকুল গ্রামের বাচ্চু হাওলাদার এবং নাফিস একই গ্রামের মিরাজ আনসারীর ছেলে।
স্থানীয়ভাবে জানা গেছে, বিকেল চারটার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর মারুফ ও নাফিস বাড়ি যাওয়ার পথে পাঙ্গাশিয়া ব্রিজের দক্ষিণ পাশে গেলে পূর্ব থেকে অবস্থান নেয়া ৫-৬ জনের একটি কিশোর গাং আকস্মিকভাবে তাদের দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
পরে বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসকরা দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা দুজনই মারা যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, মারুফ ও নাফিস তার বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। বিদ্যালয় ৪টার দিকে ছুটি হলে অন্যান্য ছাত্রছাত্রীদের মতো তারাও বাড়ি যাচ্ছিল। তবে কি কারণে এবং কাহারা ওই ঘটনা ঘটিয়েছে তাহা এখনো জানা যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনার কারণ এখনো জানতে পারিনি।