ইসলামপুরে জমি দখলের পাঁয়তারা, ভোক্তভোগীর সংবাদ সম্মেলন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৩:০৯ পিএম

ছবি: মোরাদুজ্জামান মোরাদ, ইসলামপুর (জামালপুর)
জামালপুরের ইসলামপুরে পৌর শহরের পূর্ব ভেঙ্গুড়া গ্রামে প্রতিবেশী পুলিশ সদস্য কর্তৃক এক বৃদ্ধার জমি দখলের পাঁয়তারাসহ মিথা হুমকি ধামকি ও প্রাণনাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভোক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শহরের পূর্ব ভেঙ্গুড়া গ্রামে ভোক্তভোগীর ধলী বেগমের পরিবারের সদস্যরা নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, একই এলাকার প্রতিবেশী পুলিশ সদস্য আরিফ ফারাজী জালিয়াতি করে জমির দলিল বানিয়ে তাদের জমি দখলের পাঁয়তারা করছে এবং নানান ধরণের হুমকি ধামকি দিচ্ছে। তারা ওই পুলিশ সদস্যের সন্ত্রাসী বাহিনীর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও সু-দৃষ্টি কামনা করেছেন।