সদরপুর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে ৫ ঘন্টা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৭:২৮ পিএম

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদরপুর সেতুর এপ্রোচ ধসে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে সেতুটিতে বেইলি সংযোগ প্রদানের জন্য আজ রাত ১টা থেকে আগামীকাল (রবিবার) সকাল ৬ টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে বলে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদরপুর সেতুটি নদী ভাঙ্গনের কবলে পড়ে সিলেট প্রান্তের এপ্রোচ ধসে যাওয়ায় সেতু দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে সেতুর সিলেট প্রান্তে বেইলি সংযোগ প্রদানের জন্য আজ রাত ১টা থেকে আগামীকাল (রবিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ ঘন্টা সেতু দিয়ে যানচলাচল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ
সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সদরপুর সেতুর এপ্রোচ ধসে যাওয়া বেইলি সংযোগ প্রদানের জন্য আজ রাত ১টা থেকে পরদিন রবিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।