ছাগলনাইয়ায় সিএনজি-অটো রিকশার সংঘর্ষে নারী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০১:২২ পিএম

ছবি: সংগৃহীত
ছাগলনাইয়া-ফেনী সড়কের কনট্রাকটর মসজিদ মাদ্রাসার সামনে শনিবার রাতে নিগার নারগিস (৪১) নামে এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত নিগার নারগিসের বাড়ি ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে। তিনি জসিম উদ্দিন মজুমদারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই নারী স্বামী সন্তানসহ সিএনজি অটোরিকশা রিজার্ভ করে ফেনী যাচ্ছিলেন। তিনি অটোরিকশায় পেছনের আসনে ডান পাশে বসা ছিলেন। তারা ফেনী হয়ে তাদের চট্টগ্রামের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তাদের অটোরিকশা কনট্রাকটর মসজিদ মাদ্রাসা সামনে পৌঁছে সামনের গাড়ি ওভারটেক করতে গিয়ে বিপরীত থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ওই নারী মারাত্মকভাবে আহত হন। প্রচণ্ড আঘাতে মাথা ফেটে ঘটনাস্থলে তার একটি চোখ পড়ে যায়। এ ঘটনায় তার স্বামী ও চালক আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে ওই নারীকে ফেনী হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ দুই সিএনজি-অটোরিকশা আটক করেছে। চালক পলাতক।
এদিকে, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, তিনি শনিবার সকালে তাদের একই বাড়ির চারজনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে তিনি বলেছেন, তারা দীর্ঘদিন বাড়িতে না থাকায় ওই চারজন তাদের জায়গাজমি দখল করার চেষ্টা করছেন এবং তাদের নির্মানাধীন বিল্ডিং ঘরের কাজ করতে দিবেনা বলে হুমকি দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযোগ পেয়ে একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেও গিয়েছিলেন।