×

সারাদেশ

ফেনীতে পত্রিকা বিপণনকর্মীদের মাঝে এফইউজের ঈদ সামগ্রী বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০১:১৮ পিএম

ফেনীতে পত্রিকা বিপণনকর্মীদের মাঝে এফইউজের ঈদ সামগ্রী বিতরণ

ছবি: সংগৃহীত

   

ফেনী সাংবাদিক ইউনিয়নের (এফইউজে) উদ্যোগে জেলায় কর্মরত পত্রিকার বিপণনকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) দুপুরে এফইউজে কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

এ সময় মেয়র বলেন, ফেনী সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে। এফইউজের মাধ্যমে ফেনীর গণমাধ্যমকর্মীরা সরকারি অনুদান পেয়েছেন ও পিআইবির প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। আশাকরি আরো পাবেন। এবার ঈদ উপলক্ষে সবচেয়ে অবহেলিত পত্রিকার বিপণনকর্মীরাও ঈদ সামগ্রী পাচ্ছেন। এ জন্য ফেনী সাংবাদিক ইউনিয়ন নেতাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এফইউজের সভাপতি যতন মজুমদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, এফইউজের নির্বাহী সদস্য ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ, সদস্য এমএ জাফর, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, তোফায়েল আহম্মদ নিলয়, এমএ আউয়াল চৌধুরী, সাহাব উদ্দিন, গাজী মো. হানিফ, মো. শাহ আলম, আফতাব হোসেন ভুঞা, মাসুম বিল্লাহ, আলমগীর মাসুদ, মিরাজুল ইসলাম, নিমাই চন্দ্র মজুমদার প্রমুখ।

এ সময় ফেনীতে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার ৭৫জন বিপণনকর্মীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App