×

সারাদেশ

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৬:১০ পিএম

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

   

কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় ১০ দিন আগেই মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান রাঙামাটির ডিসি মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, গেল বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর অস্বাভাবিক কমে গেছে। ফলে মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষার্থে ১০ দিন আগেই কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

ডিসি মিজানুর রহমান বলেন, অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি হ্রদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নৌ-পুলিশ মোতায়ন থাকবে।

কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য সচরাচর বছরের ১ মে থেকে তিন মাসের এ নিষেধাজ্ঞা জারি হলেও এবার ২০ এপ্রিল থেকেই হ্রদে মাছ ধরা বন্ধ হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মৌসুমের এই সময়ে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮৬ এমএসএল (মিনস সি লেভেল)। অথচ বর্তমানে পানি আছে ৭৬ এমএসএল।

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মৎস উন্নয়ন করপোরেশন-বিএফডিসি’র রাঙামাটির ব্যবস্থাপক, কমান্ডার মোহাম্মদ আশরাফুর আলম ভূঁইয়া এবং মাছ ব্যবসায়ীদের প্রতিনিধিরা ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App