ডিইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুরের মা গুল নাহার বেগম আর নেই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০১:২০ এএম

গুল নাহার বেগম। ছবি: ভোরের কাগজ
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরীর মা গুল নাহার বেগম (৯৮) আর নেই।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে নাটোরের বনপাড়ায় নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলেমেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে গোটা পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গুল নাহার বেগমের অপর দুই ছেলে যথাক্রমে ছেলে মুজিবুর রহমান চৌধুরী রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি-ঢাকার (রাবিসাস) সভাপতি ও সাইফুর রহমান চৌধুরী বড়াইগ্রাম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি-ঢাকা (রাবিসাস), সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি-ঢাকা (সিসাস), পাবনা জার্নালিস্ট ফোরাম ও বড়াইগ্রাম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ সিদ্দিক।
শুক্রবার দুপুর ১২টায় বনপাড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।