ছাগলনাইয়ায় বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৯:২০ এএম

ছবি: সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়ায় চলমান তীব্র তাবদাহে গরমের সময় দিনের বিভিন্ন সময় দীর্ঘ লোডশেডিংয়ে বিক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর করেছেন জনতা।
রবিবার (১৬ এপ্রিল) রাতে ছাগলনাইয়া উপজেলার শত শত বিক্ষুব্ধ জনগণ মিছিল নিয়ে এসে ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলা চালায়।
এ সময় বিক্ষুব্ধরা অফিসের মূল ফটক ভেঙে ফেলে। তারা নতুন এই অফিসের শতাধিক জানালার কাঁচ ভেঙে ফেলে, অফিসের ভেতরে বিভিন্ন ফাইল ও গুরুত্বপূর্ণ কিছু কাগজ, এসিসহ অফিসের বিভিন্ন স্থাপনা নষ্ট করে। উপজেলায় টানা বিদ্যুতের লোডশেডিং হওয়াতে ও তীব্র তাবদাহের গরমে অতিষ্ঠ হয়ে জনতা এই হামলা করে বলে স্থানীয়দের অভিযোগ।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।