ঈদে ১০ দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৯:৩৭ এএম

ছবি: হাতীবান্ধা (লালমনিরহাট ) প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ।
ঈদুল ফিতর উদযাপনে বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। আলোচনা শেষে ১০দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (১৯ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঈদের ছুটি এবং শুক্রবার(২৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলে টানা ১০দিন সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
ঈদের ছুটি সংক্রান্ত একটি পত্র উভয় দেশের ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে পত্র বিনিময় করা হয়েছে বলেও জানান বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মুরহাসান কবির বলেন, আমদানি বিনিময় বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।