×

সারাদেশ

গোসলের সময় মাকে লাঞ্ছিত, ছেলেকে কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১২:৪৬ পিএম

গোসলের সময় মাকে লাঞ্ছিত, ছেলেকে কুপিয়ে জখম

ছবি: ভোরের কাগজ

   

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে গোসলের সময় পানি ঘোলা করাকে কেন্দ্র করে বচসার জেরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহতের নাম মো. দেলোয়ার হোসেন। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামে অবস্থিত কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং তরুণ সমাজ সেবক।

শুক্রবার (২১ এপ্রিল) রাতে উপজেলার কাদিরদী বাজারে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের বাসিন্দা এবং কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেনের মা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। ওই সময় বাড়ির পাশের আরো কয়েক কিশোর গোসল করছিল। তারা ঝাঁপাঝাপি করে পুকুরের পানি ঘোলা করায় দেলোয়ার হোসেনের মা ঝাঁপাঝাপি করতে নিষেধ করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবকেরা দেলোয়ার হোসেনের বৃদ্ধ মাকে লাঞ্ছিত করেন।

তিনি জানান, বিষয়টি বোয়ালমারী থানা পুলিশকে জানালে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একই গ্রামের মৃত বিল্লাল বিশ্বাসের ছেলে রিফাতকে (১৬) আটক করে থানা পুলিশ। পরে সন্ধ্যায় কাদিরদী বাজারের এক দোকানে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, মো. দেলোয়ার হোসেন এবং অভিযুক্তদের অভিভাবকদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় ঈদের পরে এ বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে। আর অভিযোগ তুলে নিয়ে আটককৃত রিফাতকে থানা থেকে ছাড়িয়ে আনা হবে। সে মোতাবেক দেলোয়ার হোসেন থানায় ফোন দিয়ে রিফাতকে ছেড়ে দিতে বলেন। কিন্তু ওই রাত ১০টার দিকে কাদিরদী বাজার থেকে রিফাতের সহোদর মোবারক বিশ্বাস (২৫) ও রুবেল বিশ্বাসের (৩২) নেতৃত্বে ১৫/২০ জন মো. দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে।

তিনি জানান, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত যুবকেরা দেলোয়ারের মাথায় দুটি এবং হাতে একটি কোপ দেয়। পরে আশেপাশের লোকেরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত দেলোয়ার হোসেনকে স্থানীয় লোকেদের সহায়তায় সাথে সাথে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। অভিযান অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App