লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম

আব্দুল্লাহ আল নোমান


লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।। তারা হলেন- জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (৩৫) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। [caption id="attachment_425522" align="aligncenter" width="1080"]
গুলিতে নিহত যুবলীগ নেতা নোমানের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। এদিকে, গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে ঢাকায় নেওয়ার পথে সেও মারা যায়। রাকিব স্থানীয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কাজ করেন।

রাত ১১টার দিকে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুজনের মাথা ও মুখে গুলির আঘাত রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ী করেছেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমানের বড়ভাই মাহফুজুর রহমান।
তবে এ বিষয়ে এখনো পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।