দেবিদ্বারে বিধবা কৃষাণীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ছাত্রলীগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৭:৪৩ পিএম

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার দেবিদ্বারে বিধবা কৃষাণীর ৪৫ শতাংশ বোরো ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিলো উপজেলা ছাত্রলীগ।
বুধবার (৩ মে) সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার হামলাবাড়ি গ্রামে বিধবা কৃষাণীর জমির পাকা ধান কেটে মাড়াই করে দেন তারা। দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনির নেতৃত্বে ধান কাটায় অংশগ্রহণ করে অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী।

এ সময় ধান কাটায় অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ, মো. আল-আমিন, দিদারুল আলম ফয়েজ প্রমুখ।
দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো.সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের নির্দেশনায় ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের আহবানে আমরা বিধবা কৃষাণীর ৪৫ শতাংশ বেরো ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছি। ভবিষ্যতে ও এমন কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকবো ও এ কার্যকম চলমান থাকবে। এ সময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।