প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি জাহাঙ্গীরের মা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৩, ১২:৩৫ এএম

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোট দিলেন জাহাঙ্গীরের মা।
প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে হাজির হলেন গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচনের গতি যে দিকেই গড়াক অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন তিনি।
শনিবার (৬ মে) দুপুরে মহানগরের ছয়দানাস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
তিনি বলেন, আমার ছেলে জাহাঙ্গীর আলমকে একটা মিথ্যা ভূয়া কথায় ফেলে গত ১৮ মাস ধরে স্তব্ধ করে রেখেছে। সবকিছু লুটপাট করে নিয়েছে। এ কারণে, আমি ভোটে দাঁড়িয়েছি। দেখি আল্লাহ পাকের ইচ্ছায় কি হয়। জনগণ আমাদেরকে কেমন ভালোবাসে।
জাহাঙ্গীরের মা আরো বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার ছেলে যে কাজগুলো করেছে, আমি তার পথ ধরেই কাজ করবো। যেসব কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে নির্বাচিত হলে আমি আমার ছেলেকে নিয়ে ওই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবো।
জনগণ কেন আপনাকে ভোট দেবে এমন এক প্রশ্নে জবাবে তিনি বলেন, জনগণ আমাদের পাশে আছে, যদি সুষ্ঠু ভোট হয়, যদি কোনো প্রকার কারচুপি না হয়, তবে দেখবেন সিটির ৫৭টি ওয়ার্ডের জনগণই আমার সঙ্গে আছে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি সবার সঙ্গে যোগাযোযোগ রাখবো, ওয়ার্ডে ওয়ার্ডে যাব, আমার চাওয়া পাওয়া আমি নিজে গিয়ে ভোট চাইবো।