বানিয়াচংয়ে বৃদ্ধার রক্তমাখা লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৩, ১০:০৫ পিএম

ফাইল ছবি
হবিগঞ্জের বানিয়াচংয়ে আনোয়ারা বেগম (৭৩) নামে এক বৃদ্ধার রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ মে) ভোর ৫টায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা বেগম উপজেলার মজিলশপুর গ্রামের মৃত তাজ্জুল খার স্ত্রী ও ১ নং ইউপির গ্রাম পুলিশ আম্বিয়া বেগমের মা।
গ্রাম পুলিশ আম্বিয়া বেগম জানান, তার মা রাত ৩ টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ঘন্টাখানেক পরেও ঘরে না আসায় তিনি বের হয়ে দেখেন রক্তমাখা অবস্থায় তার মা পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। এ নিয়ে এক রহস্যের সৃষ্টি হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ভোর ৫টায় লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে জানান, অধিকতর তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।