×

সারাদেশ

কিস্তির টাকা দিতে না পারায় মৎস চাষীকে পিটিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১১:৫৮ এএম

কিস্তির টাকা দিতে না পারায় মৎস চাষীকে পিটিয়ে জখম

ছবি: সংগৃহীত

   
সময়মত কিস্তির টাকা দিতে না পারায় এনজিও কর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন আক্তার হোসেন (৩২) নামে এক মৎসচাষী। বুধবার (১০মে) সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা এলাকায় হামলার ঘটনাটি ঘটে। আহত মৎসচাষী বড়বিলা এলাকার মো. মহিজ উদ্দীন মোড়লের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার শিকার আক্তার হোসেন জানান, গতবছর ব্যবসায়িক কাজে লাগানোর জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠান থেকে মাসিক কিস্তিতে দুই বছর মেয়াদী একলক্ষ টাকা ঋণ নেন তিনি। চলতি মাসে ঋণের কিন্তি দিতে বিলম্ব করার কারণে সন্ধ্যার দিকে মানিক নামে এনজিও কর্মীর সাথে ৬ জন তার বাড়িতে আসে। ওই সময় তাকে বাড়িতে না পেয়ে তারা স্ত্রী সাবিনার খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা স্ত্রীকে চড় থাপ্পড় মারে। ওই সময় তিনি বাধা দিতে গেলে এনজিও কর্মীর সাথে থাকা সন্ত্রাসীরা তাকে লোহার সাবল দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এতে তিনি মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ওই সময় পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা দুটো মোটরসাইকেল রেখে সটকে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ বিষয়ে অভিযুক্ত ওই এনজিও কর্মী মানিকের সাথে কথা বলার জন্য বারবার চেষ্টা করলে তিনি মুঠো ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মুনসী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দু’পক্ষ বর্তমানে থানায় আছে। তারা বিষয়টি মীমাংসা করে নিতে চাইছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App