সেন্টমার্টিনে শঙ্কা কাটছে না বাসিন্দাদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৩, ০১:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
এখনো বইছে দমকা হাওয়া
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে থেমে থেমে বইছে দমকা হাওয়া। সেই সঙ্গে নামছে বৃষ্টি। তবে ঘূর্ণিঝড় মোকা যে ধরনের ভয়ংকর পরিস্থিতির শঙ্কা করা হচ্ছিল, এখনো সেখানে তেমন আকার ধারণ করেনি। তবে, জানমাল রক্ষায় দ্বীপটির ৩৭ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৫ হাজার মানুষ।
স্থানীয়রা বলছেন, যেকোনো সময় মোকা ভয়ংকর রূপ দেখাতে পারে সেন্টমার্টিনে। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে, কিছুটা দুর্বল হয়ে পড়েছে মোকা।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান দুপুর সোয়া ১টার দিকে ভোরের কাগজকে বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দমকা হাওয়া বইছে। সঙ্গে বৃষ্টি হচ্ছে। তবে এখনো ঝড় ভয়ংকর আকার ধারণ করেনি।
৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রকল্পের টিম লিডার সৈয়দ আলম ভোরের কাগজকে বলেন, মোকা মোকাবিলায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। বিশেষ করে ১০ নম্বর বিপদ সংকেত দেখার পর ৩৭টি আশ্রয় কেন্দ্রে ৫ হাজারের মতো লোককে আনা হয়েছে। দমকা হাওয়া বইলেও এখনো ঝড় ভয়ংকর রূপ নেয়নি।
সেন্টমার্টিনে অবস্থান করা ভোরের কাগজের টেকনাফ প্রতিনিধি জাভেদ ইকবাল জানান, ঝড় এখানো ভয়ংকর রূপ নিতে পারে যেকোনো সময়। যদি ভয়ংকর রূপ না নেয়, তাহলে কিছু গাছপালা ব্যতিত তেমন কোনো ক্ষতি হবে না বলে আশা করা হচ্ছে।