মদনে চিরকুটসহ প্রবাসীর মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৩, ০৩:৩১ পিএম

ছবি: মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদনে চিরকুটসহ এরশাদ মিয়া (৩৫) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) দুপুরে মদন পৌরসভার মনোহরপুর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরশাদ মিয়া ওই গ্রামের মো. সূরুজ্জামান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, এরশাদ মিয়া দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাস জীবন কাটিয়েছে। প্রবাসে থাকা অবস্থায় আটপাড়া উপজেলার সুখারী গ্রামের এক মেয়ের সাথে প্রেম হয়। বছর তিন এক আগে দেশে ফিরে ওই মেয়েকে বিয়েও করে সে। কয়েক মাস সংসার করার পর এরশাদের যৌন শক্তির সক্ষমতা নেই উল্লেখ করে আদালতে মামলা করে তার স্ত্রী। পরে এরশাদ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। ওই ঘটনার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়ে এরশাদ। তাছাড়া কয়েকদিন ধরে তার চাচার সাথে জমি সক্রান্ত বিরোধ থাকায় স্থানীয়রা দুই দিন আগে বিষয়টি মীমাংসা করে দেয়।