ফরিদপুরের জাহাপুর গ্রাম এখন লিচুর গ্রাম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৩:৪৬ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
চাষীরা লাভবান হওয়ায় বাড়ছে লিচুর বাগান
চলছে মধুমাস। লিচু-আম-কাঠালের মৌসুম। লিচু আবাদে পিছিয়ে নেই ফরিদপুরের মধুখালী উপজলার জাহাপুর গ্রাম। এখন লিচুর গ্রাম বললেও মানুষ জাহাপুরকে চেনে। আবহাওয়া ও মাটি উপযাগী হওয়ায় ফরিদপুরে প্রতিনিয়ত বাড়ছ লিচুর আবাদ। এক দশকে গড়ে উঠেছে চার শতাধিক লিচুর বাগান। যুবক শ্রেনীর অনেকেই এখন ঝুঁকছের লিচুর আবাদে। লিচুর চাষাবাদ সম্প্রসারণে সহযাগীতা দিচ্ছেন জেলা কৃষি বিভাগ।
[caption id="attachment_433644" align="aligncenter" width="1600"]

সরাজমিনে ঘুরে দেখা গেছে, জাহাপুরের অধিকাংশ বাড়ির আঙ্গিনার পাশাপাশি দেড় শতাধিক পরিবার পরিকল্পিত লিচুর বাগানে গড়ে তালায় ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর এখন লিচুর গ্রাম হিসেবে পরিচিত। শুধু জাহাপুর নয় এক যুগের অধিক সময় ধর ফরিদপুরের বিভিন উপজেলায় পরিকল্পিতভাবে গড়ে উঠেছে চার শতাধিক লিচুর বাগান। অনেকেই প্রথম স্বল্প জমিতে আবাদ করে লাভবান হওয়ায় প্রতিনিয়ত বাড়াছেন আবাদ। এছাড়া স্বাদ ও সাইজ ভালা হওয়ায় এখানকার লিচুর কদর রয়েছে সর্বত্র।
[caption id="attachment_433642" align="alignnone" width="1600"]

এদিকে এই অঞ্চলে লিচুর চাহিদা থাকায় ব্যাপারীরা বাগানে এসে কিনে নিচ্ছেন লিচু, কখনোবা কিনছেন আগামও। এমনকি এখানকার লিচু ব্যাপারীদের মাধ্যমে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
[caption id="attachment_433639" align="alignnone" width="1600"]