বাকেরগঞ্জে ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৩:৪৭ পিএম

ছবি: মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ (বরিশাল)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে ও প্রভাষক বিপ্লব মিত্রের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন প্রমুখ ৷
এছাড়া সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির লোক সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনী উপর কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।