পঞ্চগড়ে মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৩, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় তিন মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) ভোররাতে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায় বুধবার ভোরে বোদা থেকে দেবীগঞ্জের উদ্দেশ্যে চারজন একটি মোটরসাইকেলে করে রওয়ানা দেয়। পথিমধ্যে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কালুরহাট কাটনহারি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছভর্তি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তৌহিদুল ইসলাম ও আমিন শেখ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। এদিকে আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে পথচারীদের সহযোগিতায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যায়। পুলিশ ঘটনাস্থল হতে গাছভর্তি ট্রাক্টর জব্দ করেছে। তবে ট্রাক্টর চালক পালিয়ে যায়।