দেওয়ানগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৩, ১২:৫১ পিএম

শিশু রমজান আলী
জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের একদিন পর রমজান আলী (৭) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে বাঁশঝাড়ের গর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রমজান আলী মন্ডল পাড়া গ্রামের কৃষক মাসুদ মন্ডলের ছেলে। সে পাররামরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, রমজান আলী মঙ্গলবার সকাল নাস্তা করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান না পেয়ে এলাকায় নিখোঁজের মাইকিং করা হয়।
বুধবার সকালে মন্ডল পাড়া মালেক মন্ডলের বাড়ির দক্ষিণে বাঁশঝাড়ের গর্তে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানেোর জন্য প্রস্ততি নেয়া হচ্ছে।