গুরুদাসপুরে দুই দোকান মালিকের অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৩, ১০:২৩ পিএম

ছবি: গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল খালেক এবং বামনকোলার ইয়ারুল সরকারের বালাই নাশকের দোকানে অভিযান পরিচালনা করে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে এই অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদি হাসান শাকিল।
ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিরোধী অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও বালাইনাশক পরিদর্শক মতিয়র রহমান।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বালাইনাশক মজুদ ও বিক্রয় করার অপরাধে ওই জরিমানা করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বালাইনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সহযোগিতা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, কৃষকের স্বার্থে এবং নিরাপদে ফসল উৎপাদন করতে নিম্নমানের, নকল ও ভেজাল বালাইনাশক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।