
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৫:৩৬ এএম
আরো পড়ুন
সিংগাইরে ইয়াবাসহ গ্রেপ্তার পাঁচ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৫:১৭ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
আজ রবিবার (৪ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোশাররফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার সুদক্ষিরা গ্রামের মো. সুজন, ইমরান, পূর্ব বাস্তা গ্রামের হাসান মিয়া, জিসান ও রবিন মিয়া।
পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত সিংগাইর উপজেলার বিন্না ডাংগী বাজার ও বাস্তা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার টাকা।
এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
আজ রবিবার (৪ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোশাররফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার সুদক্ষিরা গ্রামের মো. সুজন, ইমরান, পূর্ব বাস্তা গ্রামের হাসান মিয়া, জিসান ও রবিন মিয়া।
পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত সিংগাইর উপজেলার বিন্না ডাংগী বাজার ও বাস্তা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার টাকা।
এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।