×

সারাদেশ

বিজিবি-বিএসএফের হাতে ৭ রোহিঙ্গা নরনারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৭:২৫ পিএম

বিজিবি-বিএসএফের হাতে ৭ রোহিঙ্গা নরনারী আটক

বিজিবির হাতে আটক হওয়া তিনজন নারী। ছবি: ভোরের কাগজ

   

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলই সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশকালে তিনজন রোহিঙ্গা তরুণীকে আটক হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির ধাওয়ায় ভারতীয় সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে আরো চারজন পুরুষ রোহিঙ্গা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে ৪৬ বিজিবির ধলই ক্যাম্প থেকে তিনজন রোহিঙ্গা নারীকে থানায় সোপর্দ করেন। আটককৃতরা হলেন কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৪ নং ক্যাম্পের ব্লক সি-১, উখিয়া ১৪ নং ক্যাম্পের ব্লক বি-১-এর রোহিঙ্গা সৈয়দ সৈয়দুল আমিনের মেয়ে মিনারা বেগম (২০), উখিয়া ১৪ নং ক্যাম্পের ব্লক বি-১-এর রোহিঙ্গা ইকবাল আহমদের মেয়ে করমিনা বেগম (২০), একই ক্যাম্প ও ব্লকের রোহিঙ্গা নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)।

ওসি আরো বলেন, আটক রোহিঙ্গা নারীরা তাদের জানিয়েছে তাদের টিমে আরো চারজন পুলিশ সদস্য ছিলো্ তারা ভারতের দিকে পালিয়ে গেছে।

আটক রোহিঙ্গা যুবতী মিনারা বেগম (২০) বলেন, শুক্রবার সকাল নয়টার দিকে সীমান্তবর্তী ধলই চা বাগানের ২৪ নং প্লান্টেশন এলাকা দিয়ে তারা সাতজন রোহিঙ্গা ভারতে প্রবেশ করে। এসময় তাদের আগে থাকা চারজন পুরুষ সদস্যকে বিএসএফ আটক করায় তারা পেছন থেকে আবার বাংলাদেশের দিকে ফিরে আসে। এসময় বিজিবি আটক করে নিয়ে যায় তাদের।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদেব বাছার জানান, আটক রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদে জানায় কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে বৃহস্পতিবার মৌলভীবাজার এসেছে। শুক্রবার সকালে ধলাই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে চেয়েছিল। আটককৃতদের শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App