
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৩:১০ এএম
আরো পড়ুন
বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৩:৪০ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৬ টার দিকে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি উপজেলার মাদারীটুলা গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ জুন) দিবাগত রাতে ঝড়ে বাঁশ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সড়কের পাশে পড়ে যায়। পরে বৃহস্পতিবার সকাল ৬ টায় চলার পথে আকবর দেখতে পান সড়কের পাশে বিদ্যুতের তার পড়ে রয়েছে। এ সময় বিদ্যুতের তার সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, কোন অভিযোগ না থাকায় সুরতহালের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৬ টার দিকে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি উপজেলার মাদারীটুলা গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ জুন) দিবাগত রাতে ঝড়ে বাঁশ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সড়কের পাশে পড়ে যায়। পরে বৃহস্পতিবার সকাল ৬ টায় চলার পথে আকবর দেখতে পান সড়কের পাশে বিদ্যুতের তার পড়ে রয়েছে। এ সময় বিদ্যুতের তার সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, কোন অভিযোগ না থাকায় সুরতহালের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।