×

সারাদেশ

উন্নয়নের সঙ্গে নারী মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৪:২৮ পিএম

উন্নয়নের সঙ্গে নারী মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত

শুক্রবার বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত ‘জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যাবোধ’ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন। ছবি: ভোরের কাগজ

   

উন্নয়নের সঙ্গে নারীদের মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মনে করেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন। তিনি বলেন, নারীদের অন্তঃপুরে রাখলে দেশের সমৃদ্ধি হবে না। নারী পুরুষের সমতা নিশ্চিতে মানবাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। সমতা প্রতিষ্ঠার মধ্য দিয়েই মানবাধিকার ও স্বাধীনতার প্রকৃত অর্জন লাভ সম্ভব হবে।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত ‘জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে গতকাল এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের স্যোশিওলজি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) ড. কাজী শামীম সুলতানার সভাপতিত্বে সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ। সেমিনারে আলোচনা পর্বে আরো অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন হোসাইন কবীর, চবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির স্যোশিওলজি এন্ড সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর ড. সাদিকা সুলতানা চৌধুরী প্রমুখ।

প্রফেসর ড. অনুপম সেন বলেন, অতীতে নারীরা অনেক পিছিয়ে ছিল। শিক্ষায়, কর্মক্ষেত্রে এবং সমাজ জীবনে। এখন নারীরা এগিয়েছে। তবে সমতা প্রতিষ্ঠার লড়াই আমাদের আরো অনেকদিন চালিয়ে যেতে হবে। কোনো একটি জাতির অগ্রগতির জন্য আগে বহিঃশক্তির প্রভাব তথা ঔপনিবেশিক শক্তির প্রভাব থেকে মুক্ত হতে হবে। পরাধীনতা থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা পেলেই, শ্রেণি সংগ্রাম যাত্রা শুরু করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত অনেক দেশে নারীদের ভোটের অধিকারই ছিল না। এখন প্রায় সব দেশে আছে। মেয়েরা ঘরে বসে রান্না করা, গৃহস্থালি এমন অনেক কাজ করে, যা বাজারে আসে না। ফলে সেগুলো জিডিপিতে যোগ হয় না। তাই মেয়েরা যদি কর্মক্ষেত্রে না আসেন, তাহলে তা জিডিপিতে যোগ হবে না। মেয়েদের অন্তঃপুরে রাখলে দেশের সমৃদ্ধি হবে না।

তিনি আরো বলেন, দারিদ্রের অভিশাপ থেকে মানুষ মুক্ত না হলে তাহলে সমতা প্রতিষ্ঠা অসম্ভব। প্রতিটি মানবসত্তাকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, সংস্কৃতি ও অবকাশের অধিকার দিতে হবে। যে প্রকৃত শিক্ষা পেল না, সে জানলই না মানবসত্তা কী। এ সবকিছু মিলেই মানবাধিকার। এক শতাংশ লোকের হাতে নব্বই শতাংশ অর্থ পুঞ্জিভূত হলে সেখানে প্রকৃত মানবাধিকার থাকতে পারে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি তাই। তাদের দেশের ৩৪ শতাংশ লোকের ব্যাংকে একশ ডলারও নেই। বাংলাদেশে হয়ত ৮০ শতাংশ লোকের ব্যাংক অ্যাকাউন্টই নেই। সমতা প্রতিষ্ঠার মধ্য দিয়েই মানবাধিকার ও স্বাধীনতার প্রকৃত অর্জন লাভ সম্ভব হবে। মানবাধিকার যত এগিয়ে যাবে সমাজও সামনে দিকে অগ্রসর হবে। নারীদের বৈষম্য দূরীকরণে অসহিষ্ণুতা ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও জনমত গড়ে তুলতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App