×

সারাদেশ

তিস্তায় পানি কমলেও পানিবন্দী হাজার হাজার মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ১১:১২ পিএম

তিস্তায় পানি কমলেও পানিবন্দী হাজার হাজার মানুষ
   
টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর উজানের নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার অতিক্রম করায় প্লাবিত হয়েছে জলঢাকা ও ডিমলা উপজেলার কয়েকটি গ্রাম। তিস্তার পানি নিয়ন্ত্রণে ৪৪টি জলকপাট খোলা রাখায় তিস্তায় পানি কমলেও কমেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ। পানিবন্দী হয়ে পড়েছে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জুন) ভোর ৩টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে ৫১ দশমিক ৬০ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর চরসহ বেশ কিছু এলাকায় পানি প্রবেশে করেছে। ওসব এলাকায় সবসময় খোঁজ-খবর রাখছি। নিম্নাঞ্চলে বসবাসরতদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার জন্য ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডে ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ দৌলা ভোরের কাগজকে বলেন, “গত দুই দিনের টানা বর্ষণে মঙ্গলবার ভোর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিস্তা নদীর পানি বিপদসীমার ৫১ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজের ৪৪টি জলকপাঠ খুলে দেয়ায় বর্তমানে তা নিয়ন্ত্রণে এসেছে। তবে ডিমলা ও জলঢাকার বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App